




রান্নায় অলিভ অয়েল ব্যবহার যেমন স্বাস্থ্যকর, তেমনি রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও ব্যবহার করতে পারেন অলিভ অয়েল?





জেনে নিন অলিভ অয়েলের ব্যতিক্রমী কিছু ব্যবহার সম্পর্কে।অলিভ অয়েলের অন্য ব্যবহার অলিভ অয়েলের সঙ্গে সামান্য এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। একটি নরম কাপড়ে সামান্য তেলের মিশ্রণ নিয়ে আসবাব ঘষে নিন।





ঝকঝকে হবে আসবাব। গত বছরের শীতের কাপড় আলমারি থেকে বের করে পরার আগে দেখলেন জিপারে মরচে ধরে গেছে। কী করবেন? সামান্য অলিভ অয়েল কটন বাডের সাহায্যে জিপারের দাঁতে লাগিয়ে নিন। ব্যস!





স্টেইললেস স্টিল অথবা ব্রাস মেটাল মরিচামুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করুন অলিভ অয়েল দিয়ে। রঙ নিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত ত্বকে রঙ লেগে যেতে পারে। সামান্য অলিভ অয়েল ঘষে নিন।





ঝটপট উঠে যাবে রঙের দাগ।চামড়ার জুতা ঝকঝকে করতে নরম কাপড়ে অলিভ অয়েল লাগিয়ে মুছে নিন জুতা। চুলে চুইংগাম লেগে গেলে অলিভ অয়েনে নরম কাপড় ভিজিয়ে ওই অংশ চেপে ধরে রাখুন কিছুক্ষণ। এরপর ধীরে ধীরে উঠিয়ে ফেলুন। তথ্য: রিডার্স ডাইজেস্ট









