Home / বাংলা টিপস / বর্ষার সময় ভ্রমণে গেলে খেয়াল রাখুন কিছু বিষয়

বর্ষার সময় ভ্রমণে গেলে খেয়াল রাখুন কিছু বিষয়

বর্ষাকালের ভ্রমণ বেশি উপভোগ্য হলেও বিভিন্ন সমস্যাও রয়েছে। কারণ এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন বিড়ম্বনার পাশাপাশি থাকে অসুখ-বিসুখের ভয়। তাই বর্ষায় ভ্রমণে গেলে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখুন.

কাপড়: বর্ষায় ভ্রমণের জন্য বের হওয়ার আগে পর্যাপ্ত কাপড় সঙ্গে নিন। ভেজা কাপড় কিন্তু ত্বকের সংক্রমণ দ্রুত ছড়ায়।

তাই শুকনো কাপড় সঙ্গে রাখুন। যেন কোন কাপড় ভিজে গেলে ও দ্রুত পরিবর্তন করে নেওয়া যায়।

রেইনকোট ও ছাতা: বাইরে বের হলে সঙ্গে ছাতা রেইনকোট রাখুন। কারণ হঠাৎ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে।

পানির বোতল: ভ্রমণে গেলে সঙ্গে রাখুন পর্যাপ্ত পানির বোতল। এসময় কিন্তু গরমকালের মতোই ডিহাইড্রেশন হওয়ার ভয় থাকে।

একটানা দীর্ঘ ভ্রমণ করলে ঘেমে যাওয়ার কারণে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। তাই পর্যাপ্ত পানি ও শুকনো খাবার সঙ্গে নিন।

টিস্যু পেপার: বিভিন্ন জিনিস পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য সঙ্গে রাখুন টিস্যু পেপার। সেই সঙ্গে রাখুন সুতি নরম কাপড়। ক্যামেরার লেন্স ও ত্বক পরিষ্কারের কাজে এগুলো ব্যবহার করা যাবে।

ওয়াটারপ্রুফ ব্যাগ: ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যাগ নিন। লাগেজ কিনতে চাইলে সেটি ওয়াটারপ্রুফ কিনা তা যাচাই করে নিন। এতে বৃষ্টির মধ্যেও লাগেজ ভিজবে না।

About admin admin

Check Also

চুল পড়া কমবে ঘরোয়া উপকরণে!

বেশিরভাগ সময় মাথার সামনের দিকে থেকে চুল পড়ে, ফলে কপাল চওড়া হচ্ছে। এ নিয়ে অনেকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *