Home / বাংলা টিপস / ছারপোকার জ্বালায় অস্থির? জেনে নিন তাড়ানোর ঘরোয়া উপায়

ছারপোকার জ্বালায় অস্থির? জেনে নিন তাড়ানোর ঘরোয়া উপায়

ছাড়পোকা তাড়ানো বেশ কঠিন। সহজে আপনার বাড়ি ছেড়ে যেতে চাইবে না। এগুলো দূর করার বিভিন্ন রকমের ঔষধ বাজারে পাওয়া যায়। তবে এগুলো খুব একটা নিরাপদ নয়। তাই ঘরোয়া উপায়ে তাড়াতে পারেন ছারপোকা। চলুন জেনে নেই যেভাবে তাড়াবেন

– দেয়াল থেকে বিছানা বা সোফা যতটা সম্ভব দূরে রাখুন। তাতে ছারপোকার উৎপাত কমবে।

– বাড়ির যত ফুটো ফাটা আছে, সেগুলো আঠা দিয়ে বন্ধ করে দিন। বিশেষ করে খাটের ভিতর ও ফুটো থাকতে পারে। যেখানে ছারপোকা গিয়ে লুকিয়ে থাকে। সেগুলো ভালো করে বন্ধ করে দিন।
– যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেন্সিয়াল তেল স্প্রে করুন। প্রাকৃতিক এই তেলের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। দ্রুত এলাকা ছেড়ে পালায়।

– মনে রাখবেন ঘর যত অপরিষ্কার থাকবে, ততো ছারপোকার উৎপাত বাড়বে। ঘর পরিষ্কার করুন। তাতেই এই পোকার আক্রমণ কমবে।

– ন্যাপথলিন গুঁড়ো করে বিছানার চারপাশে দিয়ে রাখুন। ছারপোকা পালাবে। তবে ঘরে ছোট শিশু থাকলে সতর্ক থাকুন। শিশুরা মুখে দিয়ে ফেলতে পারে।

About admin admin

Check Also

চুল পড়া কমবে ঘরোয়া উপকরণে!

বেশিরভাগ সময় মাথার সামনের দিকে থেকে চুল পড়ে, ফলে কপাল চওড়া হচ্ছে। এ নিয়ে অনেকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *