লেবুর রসের রয়েছে নানা গুণ। এর মধ্যে আছে জীবাণু ও রোগ প্রতিরোধের ক্ষমতা। এতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আছে। এছাড়াও এটি নানা কাজে ব্যবহার হয়। ভাত ঝরঝরে করতেঃ চাল সেদ্ধ হওয়ার আগে ফুটন্ত পানিতে ১ চা চামচ লেবুর রস দিয়ে দিন। ভাত হবে ঝরঝরে।
পোশাকের দাগ দূর করতেঃ পোশাকের নাছোড় দাগ দূর করতে লেবুর রস ও বেকিং সোডা ঘষে নিন। থালাবাসন পরিষ্কার করতেঃ তেল চিটচিটে বাসন পরিষ্কার করতে রাতে লেবুর রস মাখিয়ে রেখে দিন সিঙ্কে। পরদিন সকালে ধুয়ে ফেললেই বাসন হবে ঝকঝকে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতেঃ ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো লেবু ফ্রিজের ভেতরে রেখে দিন। দাঁত ঝকঝকে করতেঃ লেবু টুকরো করে সামান্য লবণ মিশিয়ে দাঁতে ঘষুন। দাঁতের হলদে দাগ দূর হবে।
Check Also
চুল পড়া কমবে ঘরোয়া উপকরণে!
বেশিরভাগ সময় মাথার সামনের দিকে থেকে চুল পড়ে, ফলে কপাল চওড়া হচ্ছে। এ নিয়ে অনেকের …